একযুগ পেরিয়ে ১৩ তম বর্ষে পদার্পন উপলক্ষে বিয়ানীবাজারে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বিয়ানীবাজার পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্জানালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন এর বিয়ানীবাজার প্রতিনিধি তাজবীর আহমদ ছাইমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, বিয়ানীবাজারের সমস্যা ও সম্ভাবনা প্রতিটি বিষয়ে দৈনিক যায়যায়দিনের অবদান অনস্বীকার্য। আমি জনপ্রিয় এ পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করি।

বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম, বিয়ানীবাজার রিপোর্টাস ইউনিটের সভাপতি ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজল, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন তারেক, ছাইদুল ইসলাম, বাংলা টিভির বিয়ানীবাজার প্রতিনিধি আবু তাহের রাজু, বীমা কর্র্র্মকর্তা সাদেক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন লোকমান চৌধুরী একাডেমির শিক্ষক আব্দুর রহমান অনিক, বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী এমরান হোসেন, মাহবুব হোসেন, আবুল হাসনাত, মামুন আহমদ, রেজা আহমদ, হাসান আহমদ, জাফর ইকবাল, আব্দুর রাজ্জাক, তানবির আহমদ প্রমুখ।