জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। আসন্ন ২০১৮-১৯ মৌসুমের জন্য আগামী ৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিলেট বিভাগীয় ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঐ দিন সকাল ৮টা ৩০ মিনিটে বিভাগীয় ক্রিকেট কোচ এ.কে এম মাহদুম ইমনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। বিভাগীয় ক্রিকেট দলের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন রবি প্রেসার হান্টের সেরা ১০-এর সেরা ‘ভ্যারিয়েশন’ বোলার বিয়ানীবাজারের সন্তান সুলতান আহমদ।

জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগীয় ক্রিকেট দল অংশ নিবে দ্বিতীয় টায়ারে। দুই স্তর বিশিষ্ট লিগে সিলেট গত মৌসুমে দ্বিতীয় টায়ারে তৃতীয় হয়ে আসর শেষ করে। প্রাক-প্রাথমিক মৌসুম হিসেবে এই দল ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে এই দলে যোগ দেবেন জাতীয় দল ও বিসিবির অধীনে থাকা সিলেট বিভাগের ক্রিকেটাররা।

উল্লেখ্য, সুলতান আহমেদ এর বাড়ি বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামে। গত বছরের শুরুতে রবি পেসার হান্টের সেরা ১০-এ স্থান পাওয়া সেরা ভেরিয়েশন বোলারকে নির্বাচিত করেছিলেন ক্রিকেট ইতিহাসের সেরা ফাস্ট বোলারের একজন ওয়াকার ইউনুস। গত বিপিএলে নিজের দল সিলেট সিক্সার্সের সেরা ১০ বোলারের তালিকায় ৩য় স্থান হয়েছিলেন বিয়ানীবাজারের এ কিশোর।

প্রাথমিক দল: অলোক কপালী, রাজিন সালেহ, ইমতিয়াজ হোসেন তান্না, শেহনাজ আহমেদ, সায়েম আলম রিজভী, তুষার, সায়েম, এনাম জুনিয়র, নাবিল সামাদ, রাহাতুল ফেরদৌস, নাসুম আহমেদ, রুম্মান আহমদ, শাহনূর আহমদ, এজাজ আহমেদ, জাকের আলী অনিক, আনোয়ার আকবর, সাদি, মেহিদ মাহবুব, মোহন, গালিব, মইনুল, সাদিকুর রহমান তাজিন, কামরুল, নাইম, কামিল, মোজ্জাকির আহমদ, তরিকুল, সফর, জইনুল, রাসেদ, আহাদুর রহমান অভি, হাদি, আহমেদ আবিদুল হক, মামুন, রাজা এবং সুলতান।