কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, নদীমার্তৃক বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজম্মের জন্য রক্ষা করতে হবে। নদীর গতিপথ ও পানির প্রবাহ রক্ষা করা হলে দেশের জনগণ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে। এক শ্রেণির অসাধু মানুষের কবল থেকে নদী দখলমুক্ত করতে হবে। তাহলেই দেশের মানুষ তাদের কাঙ্কিত সুফল ভোগ করতে পারবে।

তিনি সবাইকে স্বস্ব অবস্থান থেকে নদী রক্ষায় সম্মিলিত ভূমিকা রাখার আহবান জানান।

সভার পূর্বে উপজেলা স্কাউটসহ ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

‌সা্প্তাহিক বাজার দর।। পর্ব#১৪৬।। বিয়ানীবাজারে বেড়েছে ডিম-সবজির দাম