চিটাগাং ভাইকিন্সকে ৮ উইকেটে হারিয়ে দূর্দান্ত জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটি বিপিএল পঞ্চম আসরের ২০১৫ সালের চ্যাম্পিয়নদের প্রথম জয়। আজ মঙ্গলবার প্রথম খেলায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দূদান্ত এ জয় ‍তুলে নেয় তামিম ইকবালের কুমিল্লা। যদিও ইনজুরি কারণে তামিম এ খেলায় ছিলেন না।

টস হেরে ব্যাট করতে নেমে চিটাগাং ভাইকিংস ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। শুরুতে রন্চি ও সোম্য সরকারের ব্যাটে ভর করে ৬ ওভার শেসে ৬৩ রান তুলে। এরপর খেই হারিয়ে ফেলে চিটাগাং। রন্চি ৪০ রানে অলকের হাতে ক্যাচ দিয়ে ফেরার পর সৌম্য ৩৮ রান করে সাজ ঘরে ফেরেন। এ দুইজনের বিদায়ের পর চিটাগাং পথ হারায়। সাইফ উদ্দিনের তোপের শেষ ১৪ ওভারে মাত্র ৮০ রান করে চিটাগাং। সাইফ ২৪ রানে নেন ৩ উইকেট এবং ডিজে ব্রাভো ১৬ রান দিয়ে ২ উইকেট পান।

জবাব দিতে নেমে বাটলার, মারলন স্যামুয়েল্স ও কায়েসের ব্যাট ভর করে জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাটলার ৪৮ রান করে আউট হলেও স্যামুয়েল্স ৩৫ ও ইমরুল কায়েস ৩৩ রান করে অপরাজিত থাকেন। কুমিল্লা হয়ে রায় ২৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।