বলয়গ্রাসের ফলে মোটা কাঁচের ভেতর দিয়ে দেখা সূর্যকে একফালি চাঁদই মনে হয়েছে। বিয়ানীবাজার কলেজ রোডের ব্যবসায়ী নাজিম উদ্দিন মোটা কাঁচের ভেতর সূর্য থেকে বললেন ‘এটি তো তিন দিনের চান্দের লাখান’। রবিবার সোয়া একটা থেকে সিলেটের আকাশে সূর্যগ্রহণ শুরু হয়। এটি তিন ঘন্টা স্থায়ী থাকবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

আকাশ পরিস্কার থাকায় অনেকেই সূর্যগ্রহণ নিজ নিজ উদ্যোগে দেখেছেন। সংবাদ মাধ্যমে বিজ্ঞানিদের নির্দেশনা মেনে পুরো কাঁচের ভেতর দিয়ে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন অনেকেই। তবে কেউ কেউ এক্সরে পেপার, কালো চমশা, ক্যামেরার ফ্লিম দিয়ে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করেছেন। যা চোখের জন্য ক্ষতিকর হতে পারে।

কলেজ রোড থেকে বিয়ানীবাজার নিউজ ২৪ এর ক্যামেরায় বলয়গ্রাসের পর সূর্যের আকৃতি উঠেছে এসেছে। মোটা কাঁচের ভেতর দিয়ে সূর্যকে দেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী টিটু বলেন, দুপুরে বৃষ্টির পর সূর্যের তাপে কিছুটা তেজ ছিল। কিন্তু একটার পর থেকে সেটি কমতে থাকে। তখনি বুঝে যাই সূর্যতে গ্রহণে ধরেছে। তিনি বলেন, মোটা কাঁচের ভেতর দিয়ে সূর্যকে দেখেছি। অন্যরকম এক অনুভূতি কাজ করছে। আকাশও পরিস্কার ছিল, তাই দেখতে কোন  সমস্যা হয়নি।

সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরের আকাশে সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে কঙ্গোর বোমা শহরের আকাশে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ভারতের যোশীমঠ শহরে ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণের সময় এর সর্বোচ্চ মাত্রা .৯৯৩৬ থাকবে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে ফিলিপাইনের সামার শহরে। সূর্যগ্রহণ শেষ হবে বিকেল ৩টা ৩৪ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও শহরের আকাশে।

 

 

কয়েক দফায় বেড়েছে চালের দাম, সবজির সাথেবেড়েছে মাছের দামও।। সাপ্তাহিক বাজারদর