সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪৮০ ক্যান রেড ব্লু এনার্জি ডিংকসহ ১জন চোরাকাবারী আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক দ্রব্য অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত্বে নিজপাট ইউপির গৌরীশংকর গ্রামের কাজী নূর উদ্দিনের ছেলে কাজী ফয়সল (২২) এর বসত ঘরে অভিযান করে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা ৪৮০ ক্যান রেড ব্লু এনার্জি ডিংকসহ আটক করা হয়। এসময় চতুর চোরাকারবারী পালিয়ে যায়।

অপর দিকে (২০ ফেব্রুয়ারি) রবিবার রাত ৯টায় অভিযান করে চোরাকারবারী দলের সদস্য কাজী ফয়সল (২২) কে আটক করে।

তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ (বি) এর ১ (বি) ধারায় মামলা দায়ের করা হয়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগির আহমেদ ভারতীয় এনার্জি ডিংকসহ কাজী ফয়সল আটকের বিষয় নিশ্চিত করেন।

মামলা দায়ের পূর্বক আটককৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।