জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা মৎস্য অফিস।

সরকার ঘোষিত প্রণোদনার ৫০০০ কোটি টাকার প্রণোদনার অংশের টাকা থেকে জুড়ীর অনেক মৎস্য চাষী ঋণ গ্রহণ করেছেন। উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে ঋণ, বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণ,মাছের পোনা,খাদ্য মৎস্য হ্যাচারী নির্মাণ, মাছের খাদ্য তৈরীর মেশিন,সেচ মেশিন, পরিবহনের জন্য পিকআপ ভ্যান বিতরন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি”এই স্লোগানকে নিয়ে সংবাদ সম্মেলনে জুড়ীতে কর্মরত সাংবাদিকদের এসব তথ্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো আবু ইউসুফ।

তিনি আরও জানান, এআইএফ-২ এর উপ প্রকল্পের মাধ্যমে উপজেলার ৭ টি সমবায় সমিতিকে বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে। যারা দেশের মোট মৎস্য আয়ের একটি অংশের দাবিদার।

ডিসেম্বরে ইউপি নির্বাচন, স্থানীয় নির্বাচন অফিস প্রস্তুত