বড়লেখায় রোববার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে পণ্ড হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে পলায়ন করেছে বর ও বরযাত্রীরা। পরে বাল্যবিয়ে না দেয়ার ব্যাপারে কনের বাবা-মা মুচলেকা দিয়েছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তার অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামের একরাম আলীর বালিকা মেয়ের সঙ্গে সাইফুল ইসলাম নামের এক যুবকের রোববার বিয়ের দিন ধার্য ছিল। বরসহ বরযাত্রীরা যথারীতি কনের বাড়িতে উপস্থিতও হয়েছিল।

ছিদ্দিক আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির রেকর্ড অনুযায়ী ওই বালিকার জন্মের তারিখ ২০০৫ সালের ৭ জানুয়ারি। বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তারা বেলা ২টায় কনের বাড়িতে উপস্থিত হলে বরসহ বরযাত্রীরা পলায়ন করে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি কনের বাড়িতে মহিলা বিষয়ক অফিসের স্টাফ পাঠিয়ে তা বন্ধ করেছেন। এসময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়ার জন্য কনের বাবা-মায়ের নিকট থেকে মুচলেকা আদায় করা হয়েছে।