বিয়ানীবাজার নিউজ ২৪। ০৯ ফেব্রুয়ারি ২০১৭।

বিয়ানীবাজার সরকারি কলেজে পূর্ব বিরোধীদের জের ধরে উপজেলা ছাত্রলীগের বিবদমান পল্লব ও স্বাধীন গ্রুপের মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় উভয় পক্ষের ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রের মহড়া দিলে কলেজ রোড এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়ে বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী এক দল পুলিশ নিয়ে কলেজে অবস্থান করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।

জানা যায়, উপজেলা ছাত্রলীগের পল্লব গ্রুপের নেতা জাফর আহমদ বোনকে কলেজে ভর্তি করতে আসলেও স্বাধীন গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় পল্লব গ্রুপের কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী জাফরকে হামলার হাত থেকে থেকে রক্ষা করেন। এ বিষয়টি মহূর্তে ছড়িয়ে পড়লে পল্লব গ্রুপের সশস্ত্র নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে কলেজের প্রধান ফটকে অবস্থান নেয়। এতে কলেজ রোড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পল্লব গ্রুপের নেতাকর্মীরা কলেজ সম্মুখের কয়েকটি মার্কেটে স্বাধীন গ্রুপের অস্ত্রধারী নেতাকর্মীদের খোঁজতে থাকে। এক পর্যায়ে তারা সংগঠতিভাবে কলেজ রোড ত্যাগ করে।

বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থানরত থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে তা হামলার শিকার জাফরসহ অন্যরা বলতে পারছে না। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দায়িদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।