বিয়ানীবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ইকোনমিকস্ এসোসিয়েশনের আয়োজনে স্নাতক (সম্মান) ২০১৯-২০ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় অর্থবিভাগের হলরুমে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আবু ইউসুফ মোঃ শেরউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ।

বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শহীদুল আলম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম, প্রভাষক নিকসন দাস ও সাদেকুর রহমান।

এর আগে দুপুর ১২টায় বেলা ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং  সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে  ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।