বিয়ানীবাজার নিউজ ২৪। ২৬ মার্চ ২০১৭।

মহান স্বাধীনতা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। আজ রবিবার ২৬ মার্চ সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীন দিবস উদযাপন কর্মসূচী শুরু হেয়। অভিবাদন গ্রহণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ডিসপ্লে’ প্রদর্শন করে। শিক্ষার্থীদের অংশগহণে অনুষ্ঠিত এসব ডিসপ্লে মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের বর্ণিল ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা।

অতিথি মঞ্চে উপজেলা আওয়ামী পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু: আসাদুজ্জামান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোস্তাক সরকার, সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান, বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কাদির, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক বদরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া,  সহসভাপতি আব্দুল আহাদ কলা, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ডিসপ্লে উপভোগ করেন।