কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছরওয়ার হোসেন বলেছেন, প্রাকৃতিক যে কোন দুর্যোগে সাধারণ ও দুর্গত মানুষের পাশে দাড়ানো সমাজের বিত্তবানদের দায়িত্ব। প্রাকৃতিক যে কোন দুর্যোগে সাধারণ ও দুর্গত মানুষের পাশে দাড়ানো সমাজের বিত্তবানদের দায়িত্ব। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দরিদ্র মানুষের জীবন যাপনে ব্যাঘাত ঘটছে উল্লেখ করে তিনি বলেন, শীতার্তদের পাশে দাড়িয়ে তাদের দুঃখ লাঘব করা তাদের চেয়ে যারা ভাল অবস্থানে আছেন তাদের দায়িত্ব রয়েছে। শাহাদত পরিরবারবর্গ যে আয়োজন করেছেন তা প্রশংসনীয়। এরকম উদ্যোগে আমাদের সবার আরো বেশি করে এগিয়ে আসা উচিত।

রোববার বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকায় শাহাদত পরিবারবর্গের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠটানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য হাসিনা বেগম, কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ সদস্য আবু তাহের, ব্রাজিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামি মাহমুদ প্রমুখ।

ইউপি নির্বাচন নিয়ে 'এবি টিভি'র বিশেষ আয়োজন ‘ভোটের হাওয়া’।। ৮ম পর্বে দুবাগ ইউনিয়ন