বিয়ানীবাজার থানার পুরাতন ওসির বাসার খোলা অংশে থাকা বিভিন্ন মামলায় আটক গাড়ির ভেতর থেকে অজগর সাপের একটি বাচ্চা আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সাপের বাচ্চাটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, থানা এলাকায় অজগর সাপসহ সাপের বাচ্চা রয়েছে।

আজ সকালে বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সীর বাসার সামনের খোলা অংশে মধ্যে অজগরের বাচ্চাটি দেখতে পেয়ে থানার এক কনেস্টেবল বাঁশের টুকরো দিয়ে আঘাত করে বাচ্চাটিকে আটকিয়ে ফেলে। প্রায় সাড়ে তিন ফুট লম্বা অজগরের বাচ্চা আটকের বিষয়টি নিয়ে উপস্থিতদের মধ্যে আতংক দেখা দেয়।

অজগর সাপের বাচ্চা উদ্ধারের বিষয়টি জানিয়ে বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, আমার আম বাগানের জালে কয়েকদিন আগে একটি গোখরা (পাটওয়া) সাপ আটকে যায়। পরে সাপটি মেরে জাল থেকে সরানো হয়েছে। আজ বাসার সামনে অংশ দিয়ে অজগর সাপের বাচ্চা যাওয়ার সময় কনেস্টেবল কাইয়ুম সাপটি আটকে ছিল। তিনি বলেন, অজগরের বাচ্চা পাওয়া যাওয়ায় আমাদের সন্দেহ আশপাশে অজগর রয়েছে। এছাড়া থানা টিলা ও আশপাশ এলাকায় বিষাক্ত সাপ রয়েছে।