বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের পরিচিতমুখ, জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলার ২৬ নম্বর স্বাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা জমরুল ইসলাম (জমরু মিয়া) আর নেই। শুক্রবার রাত ১১টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের জানাজার নামাজ শনিবার দুপুর ২টায় চারখাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন কর্তৃক তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা জমরুল ইসলাম জমরু মিয়ার জানাজার নামাজে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

যুক্তরাজ্যে ভয়াবহ করোনা পরিস্থিতি, বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক