বিয়ানীবাজার পৌরশহরের খাসায় দিঘীরপাড় এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার কয়েক ঘন্টা পর থেকে গাড়িটি টানা পদ্ধতিতে সড়কে উঠানোর কাজ শুরু হয়। এই কারণে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত ১১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার কাজ অভিযান চলছে। এটা উদ্ধারে আরও ঘন্টাখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটি সড়কের পাশের খাদ পড়ে যায়। টানা পদ্ধতিতে সেই ট্রাকটি উদ্ধারের কাজ চলমান থাকায় রাস্তার দুই পাশে বেশ কয়েকটি গাড়ি আটকা পড়েছে। তবে ছোট গাড়িগুলো কসবা পন্ডিতপাড়া ও খাসা-বড়দেশ-শহীদটিলা এলাকা হয়ে চলাচল করছে।

সবজি আগের মতোই চড়া, কমেছে মাছ ও ব্রয়লার মুরগির দাম