বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুসসুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার “আসসুন্নাহ পরিষদ” (ফুযালা ও আবনাদের সংগঠন) এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বুধবার সকাল ১১টায় মাদ্রাসা হলরুমে কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান দারুসসুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী। মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আতিকুর রহমানকে সভাপতি করে ৩ বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শপথ বাক্যপাঠ শেষে আসসুন্নাহ পরিষদের সভাপতি শায়খ মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান (কুলাউড়ী) এবং সহ সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মাও: আব্দুল মালিক ক্বাসিমী, উপদেষ্টা মাও: মুফতি আবু ইউসুফ, সহ-সভাপতি মাও: আব্দুল্লাহ, সহ-সভাপতি হা: মাও:আব্দুর রকিব, সাংগঠনিক সম্পাদক মাও: মুর্তাজা আহমদ, প্রকাশনা সম্পাদক মাও: শরিফুল হাসান, অর্থ সম্পাদক মাও: সাইফুদ্দীন, সদস্য মাও: আবু বকর, মাও: জহিরুল ইসলাম কবির, হা: মাও: এবাদুর রহমান, হা: মাও: মাহবুবুর রহমান, হা: মাও: শিব্বির আহমদ, মাও: আবুল কালাম, মো: সালাহউদ্দিন আলভিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শায়খুল হাদীস আসসুন্নাহ পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি জালাল উদ্দিন, উপদেষ্টা মাও: জালাল উদ্দিন নিদনপুরী, উপদেষ্টা মাও: মুজিবুর রহমান, মাদরাসার মুহাদ্দিস হা: আব্দুল খালিক মাসউদ, মাও: মুফতি ফুযাইল আহমদ, মাদ্রাসার শিক্ষক মাও: রায়হান আহমদ, মাও: কালিমুল্লাহ ফাহাদ, মাষ্টার আকদ্দস আলী ইকবাল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।