জাতীয় রোভার মুটে অংশগ্রহণ করতে নেপাল যাচ্ছে বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রুমন আহমদ। সে আগামী ২৯ শে মে সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করবে।

রুমন আহমদ বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্র এবং কলেজের রোভার স্কাউটের এসআরএম।

কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও রোভার ইউনিটের আরএসএল (প্রধান) মো. শফিকুল ইসলাম বলেন, আমার সুদক্ষ এবং সুষ্ঠু পরিচালনার প্রেক্ষিতে আমার শিক্ষার্থী রুমন নেপালে রোভার মুটে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আমি এতে গর্ববোধ করছি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, প্রতিবছরই কলেজের রোভার স্কাউট ইউনিট সুনাম বয়ে আনছে। রুমন নেপালে রোভার মুটে অংশগ্রহণ করতে যাচ্ছে। এ গর্ব শুধু আমার একার নয়, বিয়ানীবাজার সরকারি কলেজ ও সমগ্র বিয়ানীবাজারবাসীর জন্যে। আমি রুমন আহমদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত ১ম জাতীয় রোভার মুট-২০১৯ এ বাংলাদেশ থেকে ৩০জন রোভার অংশগ্রহণ করবে। সিলেট বিভাগ থেকে রুমন আহমদ ছাড়াও আরোও দুজন রোভার এ মুটে অংশগ্রহণ করবে।