বিয়ানীবাজারে নবউদ্দাম সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী উপজেলার মাথিউরা বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তি বৈশাখী মেলায় শেখ ওয়াহিদুর রহমান একাডেমীর শিশু নাট্য সংগঠন ‘বর্ণমালা নাট্যমঞ্চ দুটি নাটক মঞ্চায়ন করেছে। গতকাল (১৩ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ও দুপুর ২টায় বর্ণমালার প্রযোজনার ৮ম প্রদর্শনী `শেষ ছুটি’ ও ২য় প্রদর্শনী `অদ্ভূত’ মঞ্চায়ন করা হয়।

আয়েশা রশীদ ঝর্ণার ছোটগল্প অবলম্বনে নাটক `শেষ ছুটি’র নাট্যরূপ দিয়েছেন শিক্ষক আফজাল আহমদ এবং নির্দেশনা দিয়েছেন শিক্ষক আতিকুল ইসলাম রুকন ও আফজাল আহমদ। বর্ণমালা এটি নাট্যমঞ্চের ইম্প্রোভাইজিং  নাটক।

বৃহস্পিতবার সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উৎসবের উদ্বোধন করেন।

চৈত্র সংক্রান্তি উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ভ্রমণ সাহিত্যিক ও নাট্যকার শাকুর মজিদ। তিনি বলেন, মাথিউরায় মতো দেশের সমস্ত গ্রামের চিরায়ত বাংলার সকল ঐতিহ্য-সংস্কৃতি ধারণ করতে হবে। এ প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি-কালচার নতুনভাবে তুলে ধরতে হবে।