গোলাপগঞ্জে রাস্তায় বাঁশ ফেলে হাত-পা বেঁধে মোবাইল ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কটালপুর-রাখালগঞ্জ রাস্তার বাইশমুরা রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাত আনুমানিক ১টা থেকে দেড়টার দিকে মসজিদের মাইকে ডাকাত ঢুকেছে বলে জানানো হয়। এসময় আশপাশের এলাকাগুলো থেকে কয়েক শতাধিক মানুষ দৌড়ে আসার আগেই ডাকাত দল পালিয়ে যায়।
তারা জানান, একদল ডাকাত রাস্তায় বাঁশ ফেলে অটোরিকশা থামিয়ে একজন বয়স্ক ব্যক্তি ও একজন যুবকের হাত-পা বেঁধে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এসময় তারা কোন একজনকে কল দিলে ঘটনা জানাজানি হয়। সাথে সাথে মসজিদের মাইকে ডাকাডাকি হলে ডাকাত দল পালিয়ে যায়।
তবে এখন পর্যন্ত যাদের টাকা ও মোবাইল চিনিয়ে নেওয়া হয়েছে তাদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।

স্থানীয় ইউপি সদস্য দিলাল আহমদের সাথে যোগাযোগ করতে তার ব্যবহৃত নাম্বারে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো আমাদের কাছে কোন অভিযোগ আসে নি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

জকিগঞ্জের রসুলপুরে বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসীর মতবিনিময়