গোলাপগঞ্জে আরও এক করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগীর ভাগ্নে (১৮)। তারও বাড়ি ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল উত্তরপাড়া গ্রামে। এ নিয়ে গোলাপগঞ্জে চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

রোববার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী ।

তিনি বলেন, আক্রান্ত কিশোর উপজেলার প্রথম করোনা রোগীর ভাগ্নে। গত ৭মে প্রথম করোনা রোগীর সংস্পর্শে আসা কয়েকজনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।

শনিবার (৯ মে) রাতে ওই কিশোরের রিপোর্ট পজিটিভ আসে। রোগীর অবস্থা ভালো থাকায় বাড়িতে তার চিকিৎসা হবে বলেও জানান তিনি।

এদিকে রোববার (১০মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আক্রান্ত ওই কিশোরের সংস্পর্শে আসা তার মা ও বোনের নমুনা সংগ্রহ করবে বলেও জানা যায়।

উল্লেখ্য, গত ১ মে রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল নোয়াপাড়া গ্রামে ৩০ বছর বয়সী এক যুবকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ৩ মে রোববার রাতে লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের এক তরুণীর (২০) করোনা শনাক্ত হয়। এরপর শুক্রবার (৯ মে) ঢাকায় বসবাসরত এক যুবকের রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় চারজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এবিটিভির সর্বশেষ প্রতিবেদন