গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে গত ১০ আগষ্ট চুরি যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ। চুরি ঘটনা উল্লেখ করে ঐ দিনই গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন মোবাইল মালিক উপজেলার রায়গর এলাকার বাসিন্দা লিমা বেগম। বিগত দুই দিনে হাসাপাতালের সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তির সহায়তা চোর সনাক্ত ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে বৃহস্পতিবার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন জিডির তদন্ত কর্মকর্তা এএসআই রতন মিয়া। এঘটনায় কোন মামলা দায়ের করেন নি ভুক্তভোগী।

সূত্র জানায়, গত ১০ আগষ্ট গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন বাবার শয্য পাশে রাখা মোবাইল ফোনটি না পেয়ে ঐ দিনই গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেন লিমা কাসিম নামে ঐ মহিলা। সাধারণ ডায়রি ভিত্তিতে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীর নির্দেশনায় ঘটনা তদন্তের দায়িত্ববার পান থানার এএসআই রতন মিয়া। তিনি হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ প্রযুক্তির সহায়তায় চোর সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত করেন। পরে বৃহস্পতিবার দুপুরে আমুরা ইউনিয়নের আমনিয়া গ্রাম থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন এএসআই রতম মিয়াসহ সঙ্গীয় ফোর্স ।
এ ঘটনায় ভুক্তভোগী মহিলা কোন অভিযোগ দায়ের করেন নি। উদ্ধারকৃত মোবাইল তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিয়ানীবাজারে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, বেড়েছে মৃত্যুহার