বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর খাসাড়িপাড়া স্কুল রাস্তার ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। তিনি বুধবার নির্মাণ কাজ পরিদর্শনে যান।

বিয়ানীবাজার পৌরসভা ২০ লাখ টাকা ব্যয় করে রাস্তার ড্রেন ও ৪শত মিটার আরসিসি ঢালাই কাজ শুরু করেছে। আড়াই ফুট গভীর ও ৩ফুট প্রস্থ ড্রেন নির্মাণে ব্যয় হচ্ছে সাত লাখ টাকা। রাস্তার আরসিসি ঢালাইয়ে ব্যয় হবে ১৩ লাখ টাকা।

পৌর মেয়র আব্দুস শুকুর নির্মাণ কাজ পরিদর্শনকালে স্থানীয় কাউন্সিলর মিছবাহ উদ্দিন, পৌরসভার নকশাকার (ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী) আশরাফুল ইসলামসহ এলাকার নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

নির্মাণ কাজ পরিদর্শন শেষে পৌর মেয়র আব্দুস শুকুর বলেন, পৌরসভার সকল রাস্তা নির্মাণ এবং পানি নিস্কাশনের জন্য সু-প্রশস্থ ড্রেন নির্মাণ করা হবে। পৌরসভার মাস্টার প্লাণকে মাথায় রেখে সকল উন্নয়ন কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের চিন্তা আগামী বাংলাদেশ। সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করা হচ্ছে।