কানাইঘাট উপজেলার বাজারীঘাট এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ১৮৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব অভিযান চালিয়ে আটক করে।

ধৃত যুবকের নাম ওসমান আলী ওরফে তাজ উদ্দিন (২০)। সে কানাইঘাটের গোরকপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে।

এক ইমেইল বার্তায় র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলমের নেতৃত্বে র‌্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে কানাইঘাট বাজারীঘাট থেকে র‌্যাব বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ওসমান আলী ওরফে তাজ উদ্দিনকে (২০) গ্রেফতার করে। পরে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে কানাইঘাট থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

বিয়ানীবাজারে এক খাল খননে খুশি হাজারো কৃষক, স্লুইসগেট অপসারণের দাবি