কানাইঘাটের রাজাগঞ্জ ইউনিয়নে সুরমা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে ড্রেজার মেশিনটি জব্দ করে স্থানীয় রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য শরফ উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালান ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ড্রেজারটি ইউপি সদস্য শরফ উদ্দিনের জিম্মায় থাকবে বলে জানাগেছে। ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম ও তহশিলদার মো. জাহেদ আহমদ এ অভিযান পরিচালনা করেন।

পরে এ বিষয়টি তারা কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিতভাবে অবগত করেছেন। ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।