বিয়ানীবাজার উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার বিগত কয়েক বছরের তুলনায় অনেক কমেছে। উপজেলার চার কেন্দ্রে ৩৪ মাধ্যমিক বিদ্যালয়ের ৩৭১৩জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২৪০৮জন শিক্ষার্থী। এ+প্লাস এসেছে মাত্র ৩৯টি। পাশের হার ৬৪.৮৫ ভাগ।

উপজেলায় গত কয়েক বছরের তুলনায় এবার সবচেয়ে বাজে ফলাফল হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ১২০৫জন পরীক্ষার্থী।

পাশের হারের দিক থেকে চার কেন্দ্রের মধ্যে তুলনামুলক ভাল করেছে বিয়ানী-৩ কেন্দ্র। দুবা স্কুল এন্ড কলেজের একেন্দ্রে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৮১জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪২৪জন। এ+ এসেছে ৬টি। পাশের হারে পিছিয়ে থাকলে এ+বেশি পেয়েছে বিয়ানী-১ কেন্দ্র।

পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ+ এসেছে ২৯টি। ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৫০জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২২৯জন। সবচেয়ে বেশি এ+ এসেছে এ কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠান খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন।

বিয়ানী-২ ঢাকা উত্তর মুহাম্মদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৩৩জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৯৬জন। এ+ এসেছে ৪টি।

এছাড়া বিয়ানী-৪ জলঢুপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সবচেয়ে বাজে ফলাফল করেছে। পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৫৯জন। এর মধ্যে শুধুমাত্র জলঢুপ উচ্চ বিদ্যালয়ে এ+ এসেছে মাত্র দুটি। এছাড়াও অন্য চার শিক্ষা প্রতিষ্ঠানের কোনটিতেই এ+ আসেনি।