করোনাভাইরাস দূর্যোগের কারণে ঘরবন্দি হয়ে পড়া বিয়ানীবাজারের অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন। তিনি উপজেলার দু’সহস্রাধিক দুর্গত মানুষের মধ্যে উপহার স্বরুপ খাদ্যসামগ্রী বিতরণ করছেন। এ উপহারসামগ্রী বিতরণে আর্থিকভাবে সহযোগিতা করেছেন দেশ ও বিদেশে বসবাসরত ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতারা। গত শনিবার আলীনগর ও চারখাই ইউনিয়নের দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় দুবাগ ইউনিয়নের অসহায় দুর্গত মানুষের মধ্যে উপহারস্বরুপ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ভাইস চেয়ারম্যান জামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন দুবাগ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক তাওয়াফিক মাহমুদ চৌধুরী, উপস্থিত ছিলেন সমাজ সেবক নাজিম উদ্দিন, লাউতা ইউনিয়ন আওয়ামী নেতা হোসেন আহমদ, যুবলীগ নেতা পারভেজ আহমেদ চৌধুরী, জামিল আহমদ, মাষ্টার মোঃ আব্দুল্লাহ, শ্রমিক নেতা কলিম উদ্দিন প্রমুখ।

পরে এদিন দুপুর ২টায় শেওলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দূর্গত উপকারভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। চেয়ারম্যান জহুর উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাহাত খান তাজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান, শেওলা ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন, মাহমুদুল আলম এরশাদ, আওয়ামী লীগ নেতা মুহাইমিন খান, মাসুম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহানুর রহমান শাহান, ফায়েক আহমদ প্রমুখ।

‘এবি টিভি’র সর্বশেষ প্রতিবেদন-