নানা জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিকাল ৪টায় বিয়ানীবাজার ছাত্রলীগের ৩ইউনিটের কমিটি ঘোষণা হচ্ছে! এমনটা জানিয়েছেন জেলা ছাত্রলীগের দায়িত্বশীলরা। বোরবার রাতে ছাত্রলীগ কমিটি ঘোষণার আভাস সন্ধ্যা থেকে ভেসে বেড়ালেও অজানা কারণে ঘোষণা হয়নি। তবে আজ বিকালে কমিটি ঘোষণা হচ্ছে এটি নিশ্চিত করেছেন দায়িত্বশীলরা।

জেলা ছাত্রলীগের দায়িত্বশীল পর্যায় থেকে বিয়ানীবাজার ছাত্রলীগের ৩ ইউনিটের নতুন দায়িত্বপ্রাপ্তদের সাথে আলোচনাও করেছেন। কিন্তু কি নিয়ে আলোচনা সেটি জানা না গেলেও কমিটি ঘোষণা কেন্দ্রিক আলোচনা সেটি সহজে অনুমেয়।
এদিকে বিকালে ছাত্রলীগের বিবদমান কয়েকটি গ্রুপ পৌরশহরে আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এসব গ্রুপের নেতাকর্মীরা রোববার দিবাগত রাত প্রায় ৩টা পর্যন্ত কমিটি ঘোষণা হওয়ার জন্য পৌরশহরে অপেক্ষা করেন। শেষ পর্যন্ত রাতে কমিটি ঘোষণা না হওয়ায় তারা হতাশ হলেও আজ কমিটি ঘোষণা হবে এটি নিশ্চিত হয়ে বাড়ি যান।

বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের দায়িত্ব উঠছে ছাত্রলীগের পাবেল ও পল্লবগ্রুপের হাতে। দীর্ঘ ৩৩ বছর পর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে ৭১ থেকে ৯১ সদস্য বিশিষ্ট। সেখানে বিবদমান প্রায় সব গ্রুপের নেতাকর্মীদের কমিটিতে রাখা হয়েছে। একইভাবে বিয়ানীবাজার সরকারি কলেজ ও পৌরসভার কমিটিতে বিবদমান পৃথক গ্রুপের হাতে দায়িত্ব দিয়েছে জেলা ছাত্রলীগ। ছাত্রলীগের এ দুই ইউনিটও পাচ্ছে পূর্ণাঙ্গ কমিটি।

বিয়ানীবাজার ছাত্রলীগের তিন ইউনিটের কমিটিতে জুয়েল আহমদ, জাহিদুল হক তাহমিদ, কামরুল ইসলাম, রাসেল রহমান রুমি, আশরাফুল আলম সাকেল, রেদওয়ান আহমদ পাচ্ছেন বলে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। তবে বিয়ানীবাজার ছাত্রলীগের কমিটি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত এ রকম অসমর্থিত সংবাদ নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা।

প্রঙ্গত, ২০০৪ সালে সর্বশেষ বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে এ কমিটি ২০১২ সালে বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ। ১৯৯১ সাল থেকে পূর্ণাঙ্গ উপজলা ছাত্রলীগের কমিটি পায়নি উপজেলা। দীর্ঘ ৩৩ বছর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। সময়ের পরিক্রমায় বিয়ানীবাজার ছাত্রলীগ ৭টি গ্রুপের বিভক্ত হয়ে পড়েছে। নেতৃত্বহীনতার সাথে গ্রুপ উপ গ্রুপের দ্বন্দ্ব সংঘাতের কারণে হতাহতের ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। ছাত্রলীগ নেতাকর্মীরা মনে করেন, ছাত্রলীগের দায়িত্বশীল নেতা থাকলে আগের চেয়ে সংঘাত- হানাহানির ঘটনা কমে আসবে।

এদিকে উপজেলা ছাত্রলীগের বিবদমান এক বা একাধিক গ্রুপের নেতাকর্মীরা ঘোষিত কমিটিতে স্থান পাননি এমন খবরও রয়েছে। এ ধরনের উড়ো খবরের ছাত্রলীগের নেতাকর্মীরা হতাশ হয়েছেন।