সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের চারখাই-বারইগ্রাম সড়ক সংস্কার কাজ শুরু হয় বেশ কিছু আগে। সড়কের বৈরাগী, কাকরদিয়া এলাকায় কাজ শুরু হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্থ খাসা এলাকায় কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অবশেষে সড়কের খাসা অংশে কাজ শুরু হয়েছে।

শনিবার থেকে সড়ক ও জনপথের ঠিকাদার সড়কের খাসা অংশে কাজ শুরু হয়। আজ রবিবার উপজেলা পরিষম চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, শিক্ষামন্ত্রীর বিশেষ দূত দেওয়ান মাকসুদুল ইসলাম, সড়ক ও জনপথ সিলেট অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা কাজ পরিদর্শন করেন।

গত নভেম্বরে চারখাই-বারইগ্রাম এবং গোলাপগঞ্জ ভাদেশ্বর সড়ক সংস্কারে এক প্রকল্পের ২৭ কোটি টাকা বরাদ্ধ করে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়। সিলেটের সওজ অফিস সংস্কার কাজ করার জন্য নভেম্বরে ঠিকাদার নিয়োগ করে। এ প্রকল্পের গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়ক সংস্কার কাজ প্রায় শেষের পথে। চারখাই-বারইগ্রাম সড়কের কয়েকটি অংশে সংস্কার কাজ করা হয়েছে।