বিয়ানীবাজার নিউজ ২৪। ০১ জানুয়ারি ২০১৭।

সিলেট ইজতেমা থেকে নিখোঁজ হওয়া বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের আফতাব আলী (৭০)কে পাওয়া গেছে। শনিবার রাতে সিলেট বাস টার্মিনাল এলাকার মাথিউরা ইউনিয়নের কয়েক যুবক তাকে পেয়ে বিয়ানীবাজারে পৌঁছে দেন।

গতকাল শনিবার ইজতেমার আখেরি মোনাজাতের পর থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ আফতাব আলীর পুত্র জাকির হোসেন জানান, ইজতেমা শুরুর প্রথম দিন গত বৃহস্পতিবার থেকে তিনি গ্রামের অন্যান্য মানুষের সাথে ইজতেমায় যান। শনিবার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত তিনি সবার সাথেই ছিলেন। ফিরে আসার সময় বাকি সবাই উনাকে অনেক খোঁজাখোজি করে না পেয়ে ফিরে আসেন। শনিবার রাতে সিলেটের বাস টার্মিনাল এলাকায় মাথিউরা ইউনিয়নের ইজতেমা ফেরত কয়েকজন মহৎ ব্যক্তি আবার বাবাকে পেয়ে বিয়ানীবাজারে নিয়ে আসেন। পরে যোগাযোগ করে আমার ভাতিজাদের কাছে তাঁরা বাবাকে পৌঁছে দেন।

তিনি জানান, বাবা (আফতাব আলী) নিখোঁজ হওয়ার সংবাদ শুনে তাকে খোঁজতে আমরা ইজতেমাস্থলসহ সিলেটের বিভিন্ন এলাকায় খোঁজতে থাকি। তাকে খোঁজাখুঁজি করার সময় তার সন্তান পাওয়া এবং ফেরৎ পাওয়ার বিষয়টি জানতে পেরে আমরা বাড়ি ফিরে আসি।