দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে। বোরবার দুপুরে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

লকডাউনের এ সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্যাংকগুলো সীমিত পরিসরে সেবা প্রদান করবেন। একই সাথে ব্যাংকিং কার্যক্রম সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই সময়ে যারা ব্যাংক থেকে সেবা গ্রহণ করবেন তাদের স্বাস্থ্যবিধি মেনে সেবা গ্রহণ করতে হবে। কোন অবস্থায় মাক্সবিহীন কাউকে ব্যাংকের ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না।

লকডাউনের সময়ে জরুরী সেবা প্রতিষ্ঠান, মুদি ও কাঁচাবাজার, জ্বালানি, ঔষধ বিপনন, বিক্রি ও পরিবহন, পণ্যপরিবহন, জরুরিসেবা, পচনশীল পন্য, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী, নির্মাণ সামগ্রি এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সোমবার দেশে এ যাবতকালের সর্বোচ্চ মানুষের মধ্যে করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্ত ৭০৮৭জন। একই সময়ে মারা গেছেন ৫৩জন।

কিডনী রোগে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী রফিক উদ্দিন, সহযোগিতা কামনা