ভারতের বিপক্ষে সদ্যসমাপ্ত ইন্দোর টেস্টে কেবল এক ইনিংসেই বোলিং করার সুযোগ পেয়েছিলেন আবু জায়েদ রাহি। হল্কার স্টেডিয়ামে ঘাসের ছোঁয়া থাকা উইকেটে নজর কেড়েছিলেন তিনি। ফলে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন সিলেটের এই ক্রিকেটার।

রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানের উইকেট নেওয়া রাহি এগিয়েছেন ১৮ ধাপ! মাত্র ৬ টেস্ট খেলা আবু জায়েদ ক্যারিয়ার সেরা ২৫৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৬২ নম্বরে (যৌথভাবে লুঙ্গি এনগিডির সাথে)।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও লিটন দাসের। দুই ইনিংসে ৪৩ ও ৬৪ রানের পর পাঁচ ধাপ এগিয়ে ৩০তম স্থানে আছেন মুশফিক। ছয় ধাপ এগিয়ে ৮৬তম স্থানে আছেন লিটন।

এদিকে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও সংহত করেছে ভারত। কোহলির দলের পয়েন্ট এখন ঠিক ৩০০। তারা এখনো কোনো পয়েন্ট হারায়নি।