বিয়ানীবাজার উপজেলার এসএসসি ৪ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বাজে ফলাফল করে বিয়ানী-৪ কেন্দ্র। ৫৪৯জন পরীক্ষার্থী এ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৫৯জন। পাশের হার ৪৬.৬৫ ভাগ।

বিয়ানী-৪ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত জলঢুপ উচ্চ বিদ্যালয়ে। পাঁচ মাধ্যমিক বিদ্যালয়েল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অকৃতকার্য হয়েছেন ২৮০ জন।

এ কেন্দ্রে বিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে শোচনীয় ফলাফল করেছে প্রাচীন বিদ্যাপীঠ লাউতা উচ্চ বিদ্যালয়। ১৭০জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬২জন। ফেল করেছে ১০৮জন। বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে৬৭জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৩জন, ফেল করেছে ৩৪ জন, জলঢুপ উচ্চ বিদ্যালয়ও ভাল ফলাফল করতে পারেনী। এ বিদ্যালয়ের ৯৩জন শিক্ষার্থী পাশ করেছে, ফেল করেছে ৮৩জন। মোট শিক্ষার্থী ছিল ১৭৬ জন। ভাল করেনি মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। ৯৫জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৯জন, অকৃতকার্য হয়েছে ৪৬জন। পাতন-আব্দুল্লাহপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪১ পরীক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছেন ২২জন। অকৃতকার্য হয়েছে ১৯জন।