বিয়ানীবাজার সরকারি কলেজে জাতির জনকের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও কলেজের সহযোগী অধ্যাপক জ্যোর্তিময় দাস’র সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আনোয়ারুল হক’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক মনসুর আলমগির, মারুফা বেগম, মো. শহীদুল আলম, প্রশান্ত মৃধা, করিম ইকবাল তাজওলী, সহকারী অধ্যাপক এনামুল হক তাপাদার, আব্দুর রহীম, নুরুল হক চৌধুরী, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম, প্রভাষক আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম তরফদার, আতিকুর রহমান, মো. সুহান খান, আনোয়ার হোসেন, ইশতিহাক উদ্দিন, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, ইশতিয়াক আহমদ, মাকসুদুল হাসান, উর্মি লাভনী চক্রবর্তী, জহির উদ্দিন, আরবাব হোসেন প্রমুখ।

আলোচনা সভা শুরুর আগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম হাফিজ মাও. মুশাহিদ আহমদ।