বিয়ানীবাজার থানা পুলিশ ছিনতাই মামলার এক আসামী রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ছিনতাই ঘটনার কথা স্বীকার এবং এর সাথে জড়িতদের নাম প্রকাশ করে। সে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের মাথিউরা লাসাইতলা এলাকার খাদে ফেলে দেয়ার তথ্য দেয়।

পুলিশ তাকে নিয়ে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের মাথিউরা লাসাইতলার ৫২ বিজিবি সদর দপ্তরের বিপরীতে খাদ থেকে ছুরি উদ্ধার করা হয়।

গত ১৬ মে বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর এলাকায় চার ছিনতাইকারি দুইটি মোটর সাইকেলে করে অটোরিক্সার গতি রোধ করে। এ সময় ছিনতাইকারিরা অটোরিক্সার ভেতরে থাকা মহিলার হাতে ছুরি দিয়ে কোপ দিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে। মহিলা পৌরশহরের জামান প্লাজার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২ লাখ ২১ হাজার টাকা নিয়ে ফিরছিলেন।

পুলিশ জানায়, রিমাণ্ড নিয়ে আসা ছিনতাইকারী এনামুল হক এনাম (৩২) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের আব্দুস সালামের পুত্র।

বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, বিজিবি সদর দপ্তরের বিপরীত অংশের খাদ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।