বিয়ানীবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শুরু হয়।

রাত ১২টা ১ মিনিটে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনের শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ভাষা শহিদদের প্রতি পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন বিয়ানীবাজারের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এর মধ্যে একে একে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ, বিয়ানীবাজার উপজেলা ও পৌর আওয়ামী লীগ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি উপজেলা শাখা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা জাতীয় শ্রমিক লীগ, উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল হাছিব মনিয়া ও জাকির হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বির মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী শামসুল হক ও সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি এডভোকেট আব্দুল কাশেম ও সাধারণ আনিসুর রহমানসহ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিক লীগ, উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নানা আয়োজনে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন