বিয়ানীবাজারে ইটভাটায় অসাবধানতাবশত দুর্ঘটনায় কবলিত হয়ে কাওছার আহমদ (৩৬) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিকাল ৫টায়  উপজেলার আলীনগর ইউনিয়নের কনকলস গ্রামের কনকলস ইটভাটায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহত কাওছার আহমদের বাড়ি জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনকলস ব্রিকস নামের ইটভাটাতে শ্রমিকের কাজ করতেন কাওছার আহমদ।  বিকালে ইট ভাটাতে মিক্সার মেশিনে মাটি মিশ্রণের কাজ করছিলেন তিনি। এসময় তিনি ওই মেশিনের বেল্টে গামছা পেঁচিয়ে যাওয়ায় সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের জন্য মরদেহ থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি জানান, ইটভাটায় দুর্ঘটনায় কবলিত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চাইছে। তাদের আইনি প্রক্রিয়ায় আবেদনের কথা জানানো হয়েছে। যদি তারা সেটা না করে তাহলে মরদেহ ময়নাতদন্তের পরই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়সের শর্ত ও লটারি স্থগিত, সরকারি হাইস্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল ৭ দিন