বিয়ানীবাজার পৌরশহরে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ ১৮ বছরের কম বয়সের কেউ টমটম ড্রাইভিং করতে পারবেন না। সম্প্রতি বিষয়টি মাইকিং করে পৌরসভার সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিয়ানীবাজার পৌর মেয়র ফারুকুল হক।

টমটম চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মাত্রা বেড়েছে, সাথে ঘটছে সড়ক দুর্ঘটনাও। অপরদিকে অদক্ষ অপ্রাপ্ত বয়স্ক ১৮ বছরের নিচে ড্রাইভারদের সংখ্যা বেড়ে চলেছে গণহারে ৷

বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক বলেন, অপ্রাপ্ত বয়স্ক বয়সের কেউ গাড়ি চালাতে দেখলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ানীবাজারে যানজট ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রাপ্তবয়স্ক, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের দ্বারা যান চলাচলের দাবি সচেতন মহলের।