বিয়ানীবাজার নিউজ ২৪। ১৫ জানুয়ারি ২০১৭।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের কোন গ্রাম বিদ্যুতের বাইরে থাকবে না। সরকার ২০২০ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেবে। দেশে এখন ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কয়েক বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ২০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ খাতের টাকা বিদ্যুতের উৎপাদনে ব্যয় না করে, বিদ্যুৎ খাতের উন্নয়ন না করে বিএনপি-জামায়াত জোট সরকার ২০ হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে। তাঁর সরকার পাচারকৃত এসব অর্থ দেশে ফেরত আনা শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে সাধারণ মানুষের জীবন মানের পরিবর্তন ঘটে। বিদ্যুৎ, ইন্টানেটসহ আধুনিক সুযোগ সুবিধা পেতে এখন আর কাউতে শহরে যেতে হয় না। নিজ ঘরে বসে বিশে^র সাথে যোগাযোগ রক্ষা করা যাচ্ছে- এটিও এ সরকারের অন্যতম সফলতা।

 রবিবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের দত্তগ্রাম-ঢেউনগর গ্রামের শুভগ্রাম বিদ্যুতায়নের মাধ্যমে ২০০ ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেওলা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, পল্লীবিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুবুল আলম, শেওলা ইউপি’র চেয়ারম্যান জহুর উদ্দিন, পল্লী বিদ্যুতের বিয়ানীবাজার শাখার ডিজিএম আজিজুর রহমান সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্টার আব্দুল খালিক, শিক্ষামন্ত্রীর এপিএস মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এড. আব্বাছ উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল কুদ্দুছ টিটু, পল্লীবিদ্যুৎ পরিচালক শফিউল ইসলাম, আ্ওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন খান প্রমুখ।