বিয়ানীবাজারের মসজিদ-মন্দিরে সেইফটি ইকুইপমেন্ট প্যাক বিতরণ করেছে সিলেট বিভাগের বৃহৎ একটি সামাজিক প্লাটফর্ম হচ্ছে ‘সেভ সিলেট’ । রোববার (১৩ জুলাই) দুপুরে সেভ সিলেটের উদ্যোগে বিভিন্ন মসজিদ-মন্দিরে এসব সেফটি প্যাক ডিস্ট্রিবিউশন করা হয়।

সেইফটি ইকুইপমেন্ট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী মাহবুব । তিনি সেভ সিলেটের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি তার নিজ অবস্থান থেকে সেভ সিলেটকে যতটুকু পারবেন সহযোগীতা করবেন বলে আশ্বাস দেন।

এসময় ডিস্ট্রিবিউশন টিম লিডার হিসেবে উপস্থিত ছিলেন সেভ সিলেটের বিয়ানীবাজার উপজেলার কো-অর্ডিনেটর জাকির আহমদ। তিনি বলেন, এটি আমাদের একটা ক্ষুদ্র উদ্যোগ। পরবর্তিতে আমরা অনেক বড় পরিসরে দেওয়ার চেষ্টা করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা সহ কো-অর্ডিনেটর তারেক আহমদ, একাউন্টেন্ট মকসুদুল হক চৌধুরী, মনিটরিং রুহিন চৌধুরী ফরহাদ, উপজেলা সোসিয়াল মিডিয়া ও চারখাই ইউপি কো-অর্ডিনেটর তায়েফ আহমদ চৌধুরী, শেওলা ইউপি কো-অর্ডিনেটর আব্দুর রব খোকন, বলান্টিয়ার
হাফিজুর রাহমান, নাজমুল ইসলাম, সজিব আহমদ চৌধুরী, উজ্জ্বল আহমদ, ওলিউর রাহমান ও শাহরুল চৌধুরী।

নদীর উপর র্নিঘুম রাত কাটছে বিয়ানীবাজারের বহু পরিবারের