বিয়ানীবাজার নিউজ ২৪। ১৬ মার্চ ২০১৭।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অভিযানে বুধবার রাতে ভারতীয় ৯টি চোরাই গরু আটক করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের আওতাধীন লাতু বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল গোপন সংবাদের ভিক্তিতে এ চোরাই গরু আটক করেন। ভারত সীমান্ত পিলাার ১৩৭৪  থেকে দুই কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বুধবার রাত ২টার দিকে এ অভিযান চালানো হয়। বিজিবি উপস্থিতি টের পেয়ে গরু চোরাচালান কাজে জড়িতরা পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় বিজিবি জোয়ানরা বালিশকোনা এলাকা থেকে ৯ টি ভারতীয় চোরাইকৃত গরু আটক করে। আটককৃত গরুর সিজার মূল্য তিন লাখ সাতাশ হাজার টাকা।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন অধিনায়ক কর্ণেল মো. নিয়ামুল কবির বলেন, আটককৃত চোরাই গরু জুড়ী কাষ্টম অফিসে জমা করা হয়েছে। চোরাই গরু আটকের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা (মামলা নং ৯৪/১৭) করা হয়েছে।