বড়লেখা পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। এরমধ্যে মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভা মিলনায়তনে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিধান দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল, আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, ব্যবসায়ী ছয়দুল ইসলাম, শিক্ষক বদরুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সজল, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, জেহীন সিদ্দিকী, জাহিদ হাসান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।

এরআগে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রধান অতিথি, মেয়র-কাউন্সিলরসহ সকলকে ফুল দিয়ে বরণ করেন।

অপরদিকে সকাল ১১টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে বড়লেখা পৌর শহরের সৌর সড়কবাতি প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। কাজটি বাস্তবায়ন করে বড়লেখা পৌরসভা।

বিয়ানীবাজার সরকারি কলেজে নতুন তিন শিক্ষকের যোগদান