সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে করোনাকালে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মহামারীতে দেশে-বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত ও আক্রান্তদের সুস্থতা কামনা করে বৃহত্তর আছিরগঞ্জের ১২টি গ্রামের ৩২টি মসজিদ ও ৩ টি মাদ্রসায় শুক্রবার (১৫ জানুয়ারি) বাদ জুম’আ বিশেষ মোনাজাত ও খতমে কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৩২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে নগদ অর্থসহায়তাও দেয়া হবে।

মসজিদগুলো হলো, দক্ষিণ সুনামপুর জামে-মসজিদ, সুনামপুর বাবরি জামে মসজিদ, নূরানী জামে-মসজিদ, উত্তর আমকোনা জামে-মসজিদ, উত্তর আমকোনা ১ নম্বর জামে-মসজিদ, আমকোনা বায়তুন নুর জামে মসজিদ সড়পট্টি, আমকোনা মাঝপট্টি জামে-মসজিদ, পূর্ব আমকোনা জামে-মসজিদ, শাহজালাল আমকোনা জামে-মসজিদ, দক্ষিণ আমকোনা জামে-মসজিদ, উত্তর নোয়াই জামে মসজিদ, উত্তর নোয়াই বায়তুল মামুর জামে মসজিদ, নোয়াই জামে-মসজিদ, মোল্লারচক পাঞ্জেগানা মসজিদ, মোল্লারচক কেন্দ্রীয় জামে মসজিদ, দেবারাই জামে মসজিদ, পূর্ব দেবারাই ও দক্ষিণ খাগাইল জামে মসজিদ, পূর্ব দেবারাই ও দক্ষিণ খাগাইল পাঞ্জেগানা মসজিদ, পূর্ব দেবারাই ও দক্ষিণ খাগাইল পাঞ্জেগানা (পূর্ব) মসজিদ, পূর্ব দেবারাই ও দক্ষিণ খাগাইল বিলের পাড় পাঞ্জেগানা মসজিদ, পশ্চিম খাগাইল জামে মসজিদ, খাগাইল বায়তুল আমান জামে মসজিদ, হলিমপুর জামে মসজিদ, হলিমপুর পূর্ব জামে মসজিদ, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া জামে মসজিদ, দেবারাই পাঞ্জেগানা মসজিদ, ভরাউট জামে মসজিদ, লামা চন্দরপুর প্রাচীন জামে মসজিদ, লামা চন্দরপুর বায়তুন নুর জামে মসজিদ, লামা চন্দরপুর উত্তর মহল্লা জামে মসজিদ, আছিরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও আছিরগঞ্জ বাজার পুরাতন জামে মসজিদ।

এছাড়া আরমান আলী হাফিজিয়া মাদ্রাসা, জামিয়া ইসলামীয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নোয়াই হাফিজিয়া মাদ্রাসায় খতমে কুরআন পাঠ করা হবে।

এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য বৃহত্তর আছিরগঞ্জ এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

গোলাপগঞ্জে মাথা গোজার ঠাঁই পাচ্ছে ২০০ ভূমিহীন পরিবার