বিয়ানীবাজারের জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্র সংগঠন ‘আল হিলাল ছাত্র সংসদ’ ২০২০-২১ সেশনের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার জামিয়ার দারে কাদিম মিলনায়তনে সংসদ সভাপতি মাওলানা আব্দুল হাফিজ শমশেরনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জামিয়ার আসাতিজায়ে কেরাম এবং ছাত্রবৃন্দ।

সভায় প্রস্তাবনার ভিত্তিতে রায় দেন জামিয়ার মুদীরে মুহতারামমুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়া উদ্দিন। পরে পূর্ণাঙ্গ কমিটির লিখিত তালিকা হস্তান্তর করেন সংসদ-সভাপতি।

চলতি সেশনের ছাত্র সংসদ কমিটিতে রয়েছেন- সভাপতি মাও: আব্দুল হাফিজ (শমসেরনগরী), সহ সভাপতি মাও: আসআদ আল মাহমুদ (গোবিন্দশ্রী), সহ সভাপতি মাও: বিলাল আহমদ ইমরান (মাজবন্দি), সহ সভাপতি মাও: মুফতি জসিম উদ্দীন (ছাতকী), সাধারন সম্পাদক হা: লিয়াকত আলী, যুগ্ম সাধারন সম্পাদক রেদওয়ান আহমদ, সহ সাধারন সম্পাদক সালমান আহমদ,
সহ সাধারন সম্পাদক হা: নুমান আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হা: মিযানুর রহমান নাঈম, পাঠাগার সম্পাদক হা: সাইফুল ইসলাম, সহ পাঠাগার সম্পাদক হা: মাহবুবুর রহমান, সহ পাঠাগার সম্পাদক হা: আশরাফ আহমদ।

ক্লাস প্রতিনিধি- আব্দুল বাসিত (তাকমীল), হা: রাশাদ আহমদ (ফযি:২য়), কামরুজ্জামান (ফযি:১ম), হা: মাসুম আহমদ (সানভী:৩য়), হা: আব্দুল আলিম (সানভী:২য়), হা: আখতার হুসাইন সাজু (সানভী:১ম), হা: খালেদ সাইফুল্লাহ (মুতা:৪র্থ), হা: দিলদার হুসাইন (মুতা:৩য়), হা: জাবের আহমদ (মুতা:২য়), হা: জাফরুল ইসলাম (মুতা:১ম), হা: হুমায়েদ আহমদ (ইব:৫ম), আবু তাহের মিসবাহ (ইব:৪র্থ), হা: সাহেল আহমদ (হিফজ)।

উল্লেখ্য, সভাপতি, কোষাধ্যক্ষ, ‘আল হিলাল’ ম্যাগাজিন-সম্পাদক, সাহিত্য-পরিচালক নির্ধারিত করে থাকে জামিয়া কর্তৃপক্ষ।

পঞ্চখন্ডের নামে জৈব সার বাজারজাত করবেন বিয়ানীবাজারের কৃষকরা