আজ বুধবার ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রদান করেছেন ট্রাইবুন্যাল। রায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ৩১জন দেশের বিভিন্ন কারাগারে আটক রয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর রহমান বাবরসহ দণ্ডপ্রাপ্ত ৩১ আসামী কারাগারে এবং তারেক রহমান, হারিছ চৌধুরীসহ ১৮ সাজাপ্রাপ্তরা পলাতক রয়েছেন। এছাড়া ৩জনকে অন্য মামলার এরই মধ্যে ফাঁসি দেয়া হয়েছে।

কারাগারে ৩১ আসামী-

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর
সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু
ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ৪. রেজ্জাকুল হায়দার চৌধুরী
এনএসআই মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম
জঙ্গি শাহদাত উল্লাহ ওরফে জুয়েল
মাওলানা শেখ আবদুস সালাম
মো. আবদুল মাজেদ ভাট ওরফে মো. ইউসুফ ভাট
আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জিএম, ১০. মাওলানা আবদুর রউফ ওরফে আবু উমর আবু হোমাইরা ওরফে পীর সাহেব
মাওলানা সাব্বির আহমদ ওরফে আবদুল হান্নান সাব্বির
মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ
মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে ওভি
মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর
আবুল কালাম আজাদ ওরফে বুলবুল
মো. জাহাঙ্গীর আলম
হাফেজ মাওলানা আবু তাহের
হোসাইন আহমেদ তামিম
মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জানদাল ওরফে মাসুম বিল্লাহ
আরিফ হাসান ওরফে সুজন ওরফে আবদুর রাজ্জাক
মো. রফিকুল ইসলাম ওরফে সবুজ ওরফে খালিদ সাইফুল্লাহ ওরফে শামিম ওরফে রাশেদ,
মো. উজ্জল ওরফে রতন
হাফেজ মাওলানা ইয়াহিয়া ও আবু বক ওরফে হাফে সেলিম হাওলাদার
লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক
সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা
সাবেক আইজিপি শহুদুল হক
সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী
তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন
সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান
এএসপি আবদুর রশীদ
সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম

অন্য মামলায় ফাঁসি কার্যকর ৩
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ
জঙ্গি নেতা মুফতি হান্নান
শহিদুল আলম বিপুল

পলাতক ১৮
তারেক রহমান
হারিছ চৌধুরী
মাওলানা মো. তাজউদ্দিন
মহিবুল মোত্তাকিন ওরফে মুত্তাকিন
আনিসুল মোরসালিম ওরফে মোরসালিন
মো. খলিল
জাহাঙ্গীর আলম বদর ওরফে ওস্তাদ জাহাঙ্গীর
মো. ইকবাল
লিটন ওরফে মাওলানা লিটন ওরফে দেলোয়ার হোসেন ওরফে জোবায়ের,
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
মো. হানিফ,
মুফতি আবদুল হাই,
রাতুল আহম্মেদ বাবু ওরফে বাবু ওরফে রাতুল বাবু,
লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ারদার
মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন
উপ-কমিশনার খান সাঈদ হাসান
পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান খান
মুফতি শফিকুর রহমান