আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-০৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ প্রার্থী। তাদের মধ্যে ৪ জবের কাধেই রয়েছে বিভিন্ন ধারার মামলার ঘানি। এ আসনে আর মামলার আসামি হননি এমন প্রার্থীর সংখ্যা ৫ জন।

হলফনামার তথ্য অনুযায়ী, এ আসনে ৪জন প্রার্থীর কাঁধে মামলা। তবে এ আসনের প্রার্থী ইসলামী ঐক্যজোট নেতা মোহাম্মদ আব্দুর রকিবের বিরুদ্ধে সর্বোচ্চ ১৮টি মামলা রয়েছে। মামলাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যাহারের প্রক্রিয়াধীন রয়েছে হলফনামায় উল্লেখ আছে।

সিলেট-০৬ আসনে বিকল্পধারার শমসের মবিন চৌধুরী, বিএনপির হেলাল খান হোসেন খান হেলাল, জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ আব্দুর রকিব হলফনামায় মামলার তথ্য দেন।

তবে আসনে অন্য ৫ প্রার্থীর বিরুদ্ধে কোন মামলা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাপার সেলিম উদ্দিন, বিএনপির ফয়সল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের আসআদ উদ্দিন আল মামুন ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ রোববার (০২ ডিসেম্বর) সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হবে।

৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে গণফোরামের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল, জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট, বিকল্পধারা বাংলাদেশের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট অংশ নিচ্ছে। এছাড়া নিবন্ধিত ৩৯ দলের বাইরে উল্লেখযোগ্যভাবে রয়েছেন জামায়াতে ইসলাম, নাগরিক ঐক্য ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা।