শুরুতে জয়-তামিম, একই পথে হেঁটেছেন সাকিব। প্রথমদিন তিন ডাকের পর দ্বিতীয় দিনে শূন্য রানে আউট হয়েছেন মোসাদ্দেক, খালেদ ও এবাদত। সবমিলিয়ে একাদশের ছয় ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে।

বাংলাদেশের জন্য এক ইনিংসে ছয় ব্যাটারের ডাক এবারই প্রথম নয়। এর আগে ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়জন আউট হয়েছিলেন শূন্য রানে। তবে প্রথমবারের মত বাংলাদেশ একটি রেকর্ড গড়েছে, ৬ ডাকের ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড এখন তাদের দখলে।

এতদিন পর্যন্ত ৬ ডাকের ইনিংসে সর্বোচ্চ রান ছিল ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে অলআউট হয়েছিল ১৫২ রানে। এর আগে ৬ ডাকের ইনিংসে পাকিস্তান ১২৮ রান, দক্ষিণ আফ্রিকা ১০৫ রান, বাংলাদেশ ৮৭ রান, নিউ জিল্যান্ড ৯০ রানে অলআউট হয়। বাংলাদেশই প্রথম ৬ ডাকের ইনিংসে রান তুলেছে ৩৬৫।