বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের ক্ষতিগ্রস্থ অংশ মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ এ সড়কে চার কিলোমিটারের বেশি অংশ আরসিসি ও বিটুমিন দিয়ে মেরামত কাজে ব্যয় হবে ৫কোটি টাকার বেশি। বুধবার দুপুর ১২টায় মেরামত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নুরুল ইসলাম নাহিদ এমপি।

বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হলে সাবেক শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

পৌরশহরের কলেজ রোড়ে সড়ক মেরামত কাজের ভিত্তি ফলক উন্মোচনকালে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিয়ানীবাজার উপজেলার ক্ষতিগ্রস্থ সকল রাস্তা দ্রুত সময়ের মধ্যে মেরামত করা হবে। প্রধান সড়কসহ উপজেলার যোগাযোগের বিকল্প সড়কগুলো পর্যায়ক্রমে মেরামত করা হবে। বিয়ানীবাজার চন্দরপুর সড়েকে দুইটি অংশ আরসিসিসহ বিটুমিন দিয়ে কাজ করা হবে। মেরামত কাজ শেষ হলে বিয়ানীবাজারবাসীসহ আশপাশ এলাকার মানুষ সহজে যাতায়াত করতে পারবেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করছেন। দেশের এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে আগামী ২০৪১ সালে আগেই দেশ উন্নত দেশের মর্যাদা লাভ করবে।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সহসভাপতি আহমদ হোসেন বাবুল, সাধারণ দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালম, যুগ্ম সম্পাদক আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, পৌর মেয়র ফারুকুল হক, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু, ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদসহ আরো অনেকে।

বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের ৪হাজার ১৭০ মিটার মেরামত কাজে উপজেলা প্রকৌশল অফিস মেসার্স রফিক কন্সট্রাকশনকে নিয়োগ করেছে। এ সড়কের দুইটি অংশের সাড়ে ৫শত মিটার আরসিসি ঢালাই করা হবে। সড়ক মেরামতে ব্যয় হবে ৫ কোটি ৬ লাখ ৬৯ হাজার টাকা।