বিয়ানীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের খাসা-পন্ডিতপাড়া-নয়াবাজার রাস্তার আরসিসি নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ৫৮ লাখ টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. আব্দুস শুকুর।

সড়কের নির্মাণ কাজের উদ্বোনকালে মেয়র মো. আব্দুস শুকুর বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌর পরিষদ কাজ করছে। আমরা নতুন করে যেসব সড়কে উন্নয়ন কাজ (আরসিসি) করা হচ্ছে সেখানে আগামী কুঁড়ি বছর কোন কাজ করার প্রয়োজন পড়বেনা। তিনি বলেন, বৃষ্টিপ্রবণ এলাকার কারণে বিটুমিন দিয়ে সড়ক সংস্কার করা হলে অল্পদিনে ভেঙ্গে যায়। এসব বিবেচনা করেই আমরা অনেকগুলো সড়ক এরই মধ্যে আরসিসি ঢালাই করেছি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি হারুনর রশীদ দিপু, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আলহাজ্ব আজাদ উদ্দিন, প্যানেল মেয়র-২ নাজিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা সরওয়ার আলম, পৌরসভার উপপ্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েছ, নকশকার আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন, আকসার হোসেন, মালেকা বেগম ও মরিয়ম বেগম, ঠিকাদার ছফর উদ্দিন প্রমুখ।

৪ বছরেও শেষ হয়নি বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের দুর্ভোগ