২০০৪ সালের ২১ অগাস্টে ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের ওজনপার্কের মমো রেষ্টুরেন্টে আওয়ামী পরিবারের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুস টিটুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্দা আব্দুল জলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মুক্তিযোদ্দা আজিজুর রহমান সাবু , নিউইইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মাহি উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন বুরহান, মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা গোলাম মর্তুজা, আওয়ামী লীগ নেতা গীতিকার গৌছ উদ্দিন, কাতার আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও লাউতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাছুম আহমদ, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস ফারুকুল হক, যুবনেতা মোহাম্মদ আলিম ও ছরওয়ার হোসেন এবং কমিউনিটি নেতা খোকন আহমদ ।

সমাবেশে বক্তারা ২১ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, ২০০৪ সালের এই দিনে জননেত্রী শেখ হাসিনাসহ মুক্তিযোদ্ধাদের পক্ষের জাতীয় নেতাদের হত্যার উদ্দেশে বিএনপি-জামাত চারদলীয় জোট সরকারের প্রত্যক্ষ মদদে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। কিন্ত আল্লাহর অশেষ মেহেরবানীতে সেদিন তারা রক্ষা পেয়েছিলেন । তারা অবিলম্বে প্রয়াত আইভী রহমানসহ ২৪ জনের খুনীদের বিচারের রায় কার্যকরের আহবান জানান ।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জালাল আহমদ, কামাল আহমদ, তালহা হোসেন, আলাল আহমদ, সাব্বির আহমদ, সাংবাদিক মিসবাহ উদ্দিন, আব্দুল করিম, ছমির উদ্দিন, বদই উদ্দিন প্রমুখ।

পেঁয়াজ-আলু-টমেটো-কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী