বিয়ানীবাজার-মৌলভীবাজার-ঢাকা রুটে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস চালু করছে মামুন এন্টারপ্রাইজ। আগামী ১লা আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন মামুন এন্টারপ্রাইজের কর্মকর্তারা।

বিয়ানীবাজার পৌরশহর থেকে মৌলভীবাজার রুট হয়ে ঢাকা পর্যন্ত চলাচল করবে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যাত্রীবাহী এই বাস। ব্যস্ততম এই রুটে চলাচলরত যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এসি বাস সার্ভিস চালুর।

এ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের বিয়ানীবাজার-ঢাকা পর্যন্ত ৭০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ১লা আগস্ট থেকে সকাল ১০টা ও রাত ১০টায় প্রতিদিন দুটি বাস সার্ভিস চালু থাকবে এ রুটে। বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারের শ্যামলী পরিবহণের কাউন্টারই মামুন এন্টারপ্রাইজ এসি বাসের কাউন্টার হিসেবে চালু থাকবে।

বিয়ানীবাজার ছাড়াও বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও মৌলভীবাজারেও এ বাস সার্ভিসের কাউন্টার চালু হয়েছে।